কালের স্বাক্ষী বহনকারী নীল চাষের উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চড়াইখোলা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ চড়াইখোলা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
নীলফামারী জেলা শহর থেকে দক্ষিন দিকে প্রায় ০৭ কিঃ মিঃ দুরে ২৮.৪২ বর্গ কিঃ মিঃ আয়তন বিশিষ্ট এ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে চাপাড়া ইউনিয়ন, দক্ষিনে পন্চপুকুর ইউনিয়ন, পশ্চিমে কুন্দুপুকুর ইউনিয়ন এবং উত্তরে সংগলশী ইউনিয়ন অবস্থিত। বৃহৎ মাপের উত্তরা ইপিজেড সহ আরও অনেক কল-কারখানা চালু হওয়ায় এলাকার সহজ সরল মানুষের জীবিকা নির্বাহে অনেকটা স্বাচ্ছন্দ ফিরে এসেছে।
১। নাম – ১৩ নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদ।
২। আয়তন – ২৪.০৭ (বর্গ কিঃ মিঃ)
৩। মোট জনসংখ্যা – ৪৫,৫০০ জন , ভোটার সংখ্যাঃ ২১,৬৮২জন, মোট পরিবার সংখ্যাঃ ৭,৫০০ টি,
৪।গ্রামের সংখ্যা – ১৩ টি।
৫। মৌজার সংখ্যা – ০৭ টি।
৬।হাট/বাজার সংখ্যা - ০৩ টি।
৭। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/বাস।
৮। শিক্ষার হার – ৬২.৭%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- -টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২ টি,
মাদ্রাসা- ০১ টি।
৯। দায়িত্বরত চেয়ারম্যান – জনাব, মোঃ মোশাররফ হোসেন বসুনীয়া
১০।গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-- টি।
১১।ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
১২। নতুন ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬২।
১৩। নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১২/০৮/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ১৬/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২০২১ইং
১৪। গ্রাম সমূহের নাম –
নগর দারোয়ানী
বেংমারী
চড়াইখোলা
পশ্চিম কুচিয়া মোড়
কিসামত চড়াইখোলা
১৫। ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১১ জন।
১৬। পাকা রাস্তাঃ ২৫ কিঃ মিঃ
১৭। কাঁচা রাস্তাঃ ৮০ কিঃ মিঃ
১৮। ব্যাংকের সংখ্যাঃ ০১ টি
১৯। পরিবার পঃ ক্লিনিকঃ০১ টি,কমিউনিটি ক্লিনিকঃ ০৩ টি।
২০। ভিজিডি সুবিধাভোগীঃ২৪৯জন, ভিজিএস সুবিধাভোগীঃ ৭,১৫৩ জন,মাতৃভাতা ভোগীঃ ১৫৮ জন,বয়স্ক ভাতাভোগীঃ ৮৯৭জন, বিধবা ভাতাভোগীঃ ৩৪৮জন, প্রতিবন্ধী ভাতাভোগীঃ ২১৪ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS